ডিজিটাল ডেস্ক: আমেরিকায় হিন্দুদের প্রতি বর্ণবিদ্বেষের একাধিক অভিযোগ বিভিন্ন সময় সামনে আসে। কিন্তু এবার ঘটে গেল রহস্যজনক ঘটনা। জানা গিয়েছে, ৮ মাসের শিশুকন্যা সহ তাঁর পরিবারের চারজন একসাথে ক্যালিফোর্নিয়া (California) থেকে উধাও হয়ে গিয়েছেন। জানা গিয়েছে, তাঁদের অপহরণ করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার মার্সড শহরের শেরিফ অফিস সূত্রে জানা গিয়েছে, ৩৬ বছরের জসদীপ সিং, ২৭ বছরের জসলিন কৌর, তাঁদের ৮ মাসের শিশু আরুহী ঢেরি এবং ৩৯ বছর বয়স্ক আমনদীপ সিংকে অপহরণ করা হয়েছে। পুলিশের অনুমান, অপহরণকারীরা সশস্ত্র ছিল। এই মুহূর্তে এই অপহরণের ঘটনা সংক্রান্ত বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তদন্ত চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই অপহরণের পেছনে ব্যবসা সংক্রান্ত ঝামেলা থাকতে পারে। পুলিশের তরফ থেকে অবশ্য সন্দেহভাজন সম্পর্কে এখনো বিশদে কিছু জানানো হয়নি। সাধারণের কাছে আবেদন রাখা হয়েছে, যদি সন্দেহভাজন কারোর খোঁজ তাঁরা পান, তাহলে যেন পুলিশের দেওয়া নম্বরে ফোন করে তাঁরা জানান। পুরো ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
এবার আর এটিএম ভেঙে নয়, মেশিন উপড়ে নিয়ে পালাল দুস্কৃতীরা
ডিজিটাল ডেস্ক : এটিএম ভেঙে টাকা চুরির ঘটনার কথা তো অনেকই শোনা যায়। কিন্তু এবার এটিএম ভাঙার ঝুঁকি নিলনা দুষ্কৃতীরা।...
Read more