তুফানগঞ্জ: পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক বাইক চালকের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে তুফানগঞ্জ শহরের রামহরি মোড় এলাকায়। মৃত বাইক চালকের নাম অরূপ দাস (২৫)। তাঁর বাড়ি বক্সিরহাট থানার লাঙ্গল গ্রাম এলাকায়। জানা গিয়েছে, এদিন ওই ব্যক্তি বাইক চালিয়ে তুফানগঞ্জের দিকে যাওয়ার সময় উলটো দিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা লাগে বাইকের। সঙ্গে সঙ্গে অরূপ রাস্তায় পড়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই ব্যক্তিকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক লরি এবং তার চালককে আটক করেছে পুলিশ।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial