গঙ্গারামপুর: সরকারি হাসপাতালের নার্সিং পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত পড়ুয়ার নাম উদ্ধব সরকার। উত্তর ২৪ পরগনার অশোক নগরে একটি বাড়িতে কয়েগজনের সঙ্গে ভাড়া থাকতেন তিনি। এদিন বাড়ির খাটের তলা থেকে তার নলিকাটা দেহ উদ্ধার হয়।
২১ বছর বয়সী ওই ছাত্রের বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার যাদববাটি বাটুলপাড়া এলাকায়। কৃষিজীবী পরিবারের ২ ছেলে ও এক মেয়ের মধ্যে উদ্ধবই সকলের বড়। বাবা দিলীপ সরকার ও মা তৃপ্তি বর্মন সরকার। ছোটো থেকেই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত উদ্ধব, বিজ্ঞান নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করার পর গঙ্গারামপুর কলেজে ভর্তি হয়। এবছর সে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। কলেজে পড়ার পাশাপাশি নার্সিং পড়ার সুযোগ পায় সে। ১ নভেম্বর অশোক নগর স্টেট জেনারেল হাসপাতালের অধীনে নার্সিং কলেজে ভর্তি হয় সে। সেখানে বাড়ি ভাড়া নিয়ে থাকত। উদ্ধবের বাবা দিলীপ সরকার জানিয়েছেন, ছেলের মোবাইলে কিছুতেই যোগাযোগ করতে পারছিলেন না, পরে উদ্ধবের সঙ্গে থাকা সহপাঠীর পরিবারের সূত্রেই খবর পান উদ্ধবকে খুন করা হয়েছে। উদ্ধবের ভাই প্রতাপ সরকার জানিয়েছে, দাদার সঙ্গে কারও কোনও বিরোধ ছিল না। ওর কোনও শত্রুও ছিল না। দাদাকে খুন করা হয়েছে। ঘটনার কথা জানাজানি বাটুল পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন : অনীতের নাগরিকত্ব নিয়ে বিস্ফোরক অভিযোগ হামরো পার্টি প্রধানের, শুরু জল্পনা