উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রেমিকাকে হেনস্তা করায় বন্ধুকে খুনের অভিযোগ উঠল অটোচালকের বিরুদ্ধে। বেঙ্গালুরুর (Bengaluru) নন্দিনী লেআউট এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগের ভিত্তিতে অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মুনিয়া(২৫)।
গত ১ জানুয়ারি রাত সাড়ে ১০টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন গোপাল নামে এক যুবক। তারপর থেকেই সে নিখোঁজ। গত ৯ জানুয়ারি গোপালের নামে নিখোঁজ ডায়েরি করেন তাঁর পরিবার। এর মধ্যেই গত ৭ জানুয়ারি বিদারহাল্লি এলাকায় একটি হ্রদের কাছ থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহে একাধিক ট্যাটু ছিল। ওই দেহ দেখে গোপালের বলে চিহ্নিত করে পুলিশ। এরপরই খুনের মামলা রুজু করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গোপালকে খুনের ঘটনায় জড়িত মুনিয়া নামের অটোচালক। তাঁরা দু’জন বন্ধু ছিলেন। মুনিয়ার প্রেমিকাকে হেনস্তা করতেন বলে অভিযোগ উঠেছে গোপালের বিরুদ্ধে। যার জেরে রেগে গিয়েছিলেন মুনিয়া। গত ১ জানুয়ারি নিজের কয়েক জন বন্ধুর মাধ্যমে গোপালকে একটি পানশালায় ডেকে পাঠায় তিনি। তাঁরা সেখানে মদ্যপান করেছিলেন। গোপালকে বাড়ি পৌঁছে দিতে নিজে গাড়ি নিয়ে পানশালা থেকে বার হন মুনিয়া। এরপরই গোপালকে খুন করে মুনিয়া বলে অভিযোগ। খুনের পর গোপালের দেহ হ্রদে ফেলে দেন অভিযুক্ত। ইতিমধ্যে মুনিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : শরিফের মুখে শান্তি-বার্তা, পাক বিদেশমন্ত্রীকে ভারতে আসার আমন্ত্রণ জয়শংকরের