মানিলা: সাংবাদিককে গুলি করে হত্যার অভিযোগ। ফিলিপিন্সের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রয়াত ওই সাংবাদিকের নাম জিসাস মালাবানান।
একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন জিসাস মালাবানান। জানা গিয়েছে, ওই সংস্থাকে ড্রাগ কেসের তদন্তে সাহায্য করেছিলেন এই সাংবাদিক। বুধবার সন্ধ্যায় সেন্ট্রাল আইল্যান্ড সমরে নিজ বাসভবনে বসে টিভি দেখছিলেন তিনি। সেইসময় অজ্ঞাতপরিচয় কোনও ব্যক্তি তাঁকে গুলি করে হত্যা করে বলে অভিযোগ। হত্যাকারী কি উদ্দেশ্যে এমনটা করল তা এখনও জানা যায়নি। ঘটনার পেছনে ড্রাগ মাফিয়াদের থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছেন না। ঘটনার তদন্ত চলছে। এই নিয়ে গত পাঁচ বছরে ফিলিপিন্সে ১২ জনেরও বেশি সাংবাদিককে খুন করা হয়েছে।