মেটেলিঃ ফের চা বাগান থেকে উদ্ধার হল একটি বিশাল কিং কোবরা। মঙ্গলবার দুপুরে মেটেলি ব্লকের ইনগু চা বাগানের ৬ নম্বর সেকশনে সাপটিকে দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় খুনিয়া স্কোয়াডে। এদিকে, লকডাউন উপেক্ষা করেই সাপ দেখতে ভিড় জমান অনেকেই।
ঘটনাস্থলে খুনিয়া স্কোয়াডের কর্মীরা নাগরাকাটার সর্পপ্রেমী সৈয়দ নঈম বাবুনকে সঙ্গে নিয়ে আসেন। প্রায় ১৪ ফুট লম্বা সাপটিকে উদ্ধার করেন তাঁরা। পরে সেটিকে চাপরামারি জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
সম্প্রতি ইনগু চা বাগানের এক শ্রমিকের বাড়ি থেকে উদ্ধার হয় একটি কিং কোবরা। লাগাতার বাগানে কিং কোবরা উদ্ধার হওয়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।