রায়গঞ্জ: কীর্তনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কীর্তন শিল্পীর। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ইটাহার থানার ভেন্ডাবাড়ি সংলগ্ন লাবলীমোর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বৈশাখু বর্মন(৭০) বাড়ি ইটাহার থানার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর গ্রামে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিন বিকেলে দেহ পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ(Raiganj) থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল এগারোটা নাগাদ একটি ধর্ম অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সাইকেল নিয়ে রওনা হওয়ার পথে সাইকেল নিয়ে জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি ছোট গাড়ি ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। ঘাতক গাড়িটিকে আটক করেছে ইটাহার থানার পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুনঃ শুকিয়ে মরে যাচ্ছে একের পর এক মূল্যবান গাছ, নিরুত্তাপ প্রশাসন