কিশনগঞ্জ: নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল অটো। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে কিশনগঞ্জ(Kishanganj) শহর সংলগ্ন লহরা চকে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। মৃতের নাম, সুনীরাম মুর্মু(২৬)। আহত হয়েছেন নিমরাজ পারভিন (১৮) নামে আরও একজন। এছাড়াও কয়েকজন কমবেশি আহত হলেও কারও আঘাত গুরুতর নয়। এদিন বাহাদুরগঞ্জ থেকে কিশনগঞ্জগামী একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উলটে যায়। আহত নিমরাজ পারভিনকে আহত অবস্থায় কিশনগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত অটোটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক। ঘটনার তদন্ত চলছে।