কিশনগঞ্জ: রমজান মাসের শেষ জুম্মার নমাজ পড়তে বিভিন্ন মসজিদগুলিতে ভিড় উপচে পড়ল। কিশনগঞ্জ সহ গোটা রাজ্যে মসজিদগুলিতে এই ভিড় লক্ষ্য করা যায়। দীর্ঘ এক মাস রোজা পালনের পর আগামী ৩ মে খুশির ইদ উৎসব। সেই হিসেবে এদিন শেষ জুম্মার নমাজ। এদিন মসজিদগুলিতে কড়া পুলিশি নিরাপত্তা ছিল। এদিকে আসন্ন ইদ উপলক্ষ্যে কিশনগঞ্জের বাজারগুলিতে নতুন কাপড়, জুতো, ফল কিনতে ক্রেতাদের ভিড় উপচে পড়ছে।
আরও পড়ুন : তুর্কিস্তান থেকে নেপাল হয়ে ভারতে পাচার হচ্ছে পোস্ত, সতর্ক এসএসবি