উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রেশ কাটতে না কাটতেই আবারও সানাইয়ের সুর বি-টাউনে। বলিউডে গুঞ্জন, চলতি বছরের ডিসেম্বরে গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী আথিয়া সেট্টি ও ক্রিক্রটার কেএল রাহুল। দুই পরিবারের সম্মতিতেই ভারতীয় নিয়ম মেনে বিয়ে হবে বলে জানা গিয়েছে। আপাতত তাঁদের বিয়ের খবরেই সরগরম বলিপাড়া।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি(athiya shetty) ও ভারতীয় ক্রিকেট দলের ওপেনার কেএল রাহুল। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত দুজনে ছবিও পোস্ট করেন। সুনীল শেট্টি ও কেএল রাহুল উভয়েই ম্যাঙ্গালোরের বাসিন্দা। তাই দক্ষিণ ভারতীয় রীতিতে তাঁদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্র অনুসারে জানা গিয়েছে।
আরও পড়ুন : প্রথমবার জুটি বাঁধছেন শাহরুখ-রাজকুমার, আসছে ‘ডাঙ্কি’