মুম্বই: ফের বলিউড ও বাইশ গজের মেলবন্ধন। সোমবার সাত পাকে বাঁধা পড়লেন ভারতের তারকা ক্রিকেটার (Cricketer) কেএল রাহুল (KL Rahul) ও অভিনেত্রী আথিয়া শেট্টি। সুনীল শেট্টির খান্ডালা ফার্মহাউজে পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে বিয়ে করেন তাঁরা।
বিয়েতে আথিয়া পড়েছিলেন ডিজাইনার অনামিকা খান্নার তৈরি ফ্লোরাল এমব্রয়ডারিতে সাজানো ব্লাশ পিঙ্ক চিকনকারি লেহেঙ্গা। তার সঙ্গে ম্যাচিং ফুল স্লিভড ব্লাউজ, মানানসই দোপাট্টা। গলায় পরেছিলেন পাথর বসানো ভারি চোকার, ঝোলা দুল আর টিকলি। অন্যদিকে রাহুল পরেছিলেন ডিজাইনার অনামিকা খান্নার তৈরি করা আইভরি রংয়ের শেরওয়ানির সঙ্গে এমব্রয়ডারি করা লম্বা ওভারকোট, মানানসই দোপাট্টা আর পান্না রংয়ের পাথরের নেকপিস।
বিয়ের পরই মিডিয়ার হাতে মিষ্টি তুলে দেন সুনীল শেট্টি। তবে বিয়ে হলেও এখনই তাঁদের রিসিপশন হচ্ছে না বলে জানা গিয়েছে। সুনীল শেট্টি জানান, এই বছরের এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত আইপিএল থাকায় মুম্বইয়ে আথিয়া-রাহুলের রিসেপশন হবে পরে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : ৩ বছর পর বড়পর্দায় কামব্যাক করছেন কপিল শর্মা