কলকাতা, ৯ নভেম্বরঃ শুরু হতে চলেছে ২৩ তম কলকাতা চলচিত্র উৎসব। প্রত্যেক বছরের মতো এই বছরেও প্রদর্শিত হবে বাংলা ছবি। কিন্তু এই প্রথম বার দেখানো হবে ৩ টি বাংলা ছবি। আর এই তিনটি বাংলা ছবি দেখানোর জন্য নতুন একটি বিভাগ খোলা হয়েছে যার নাম ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার অফ বেঙ্গলি সিনেমা।’ এই বিভাগে যে তিনটি ছবি প্রদর্শিত হবে সেগুলি হল ‘বিলের ডাইরি’, ‘বারান্দা’ ও ‘স্মাগ’।
পরিচালক বিশ্বরূপ বিশ্বাসের ‘বিলের ডাইরি’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিশ্বনাথ বসু ও তাঁর সঙ্গে আছেন সমদর্শী দত্ত। এই প্রথম কোনও সিনেমার শুটিং করা হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। সিনেমাটি এরই মধ্যে দেশ বিদেশের আন্তর্জাতিক সিনেমা উৎসবে প্রদর্শিত হয়েছে।
এরপর রয়েছে মতি নন্দীর উপন্যাস অবলম্বনে পরিচালক রেশমি মিত্র পরিচালিত ‘বারান্দা’। ছবিতে অভিনয় করছেন ব্রাত্য বসু, ঋতুপর্ণা সেনগুপ্ত, সাহেব ভট্টাচার্য ও মানালি দে।
আর তৃতীয় ছবিটি নতুন পরিচালক অনিন্দ্য পুলক ব্যানার্জির ‘স্মাগ’। এটি একটি শর্ট ফিল্ম। অভিনয় করেছেন মমতা শঙ্কর, অনিন্দ্য বোস, দেবলীনা দত্ত, ও সৌরভ চক্রবর্তী।