কলকাতা: পাঁচতলা বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। কলকাতার তিলজলা এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম মিঠুন দাস। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর বন্ধু পাপ্পু।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিঠুন ও পাপ্পু দু’জনকে ছাদ থেকে একইসঙ্গে নীচে পড়তে দেখেন এলাকাবাসীরা। দুই যুবকই মদ্যপ অবস্থায় ছিলেন বলে স্থানীয়দের দাবি। ঘটনার পরই তড়িঘড়ি দু’জনকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে মিঠুনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর যুবক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে তিলজলা থানার পুলিশ।
আরও পড়ুন : এবার পুজোয় বড়িশার চমক, থাকছে ‘মহারাজ’ থিম