কলকাতা: ফের কলকাতায় মেট্রো বিভ্রাট। শনিবার মেট্রো পরিষেবা ব্যাহত হয়ে পড়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।
কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, নিউ গড়িয়া থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত রেল গ্রাইন্ডিং মেশিনের কাজ চলছিল। সেই কাজ মাস্টারদা সূর্যসেন স্টেশনের কাছে আটকে যায়। ফলে এদিন সকালে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত হয়ে পড়ে। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এসে ফিরে যায় মেট্রো। একঘণ্টারও বেশি সময় ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়। সকাল ৮টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে দমদমের দিক থেকে চাঁদনি চক পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুনঃ রাজ্য পুলিশ দিয়ে রবিবার ১০৮ পুরসভার ভোট