ডিজিটাল ডেস্কঃ লতা মঙ্গেশকর এবং সন্ধ্যা মুখোপাধ্যায়, সঙ্গীত জগতের দুই নক্ষত্র খুব কাছাকাছি সময়ের মধ্যে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তাঁদের স্মৃতিতে এবার কলকাতা পুরসভার পক্ষ থেকে শহরের রাস্তার নামকরণের চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুরসভার সচিবালয়ে ১১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কলকাতা পুরসভার ১৩ নম্বর বোরো কমিটির চেয়ারম্যান রত্না সুর এই প্রস্তাব জমা দিয়েছেন বলে খবর। একইসাথে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ লতা মঙ্গেশকর এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্মৃতিতে একটি সংগীত চর্চা এবং গবেষণাকেন্দ্র তৈরি করা নিয়েও চিন্তাভাবনা শুরু করেছে। তবে কোন রাস্তা লতা এবং সন্ধ্যার নামে হবে সে ব্যাপারে এখনো পর্যন্ত নির্দিষ্ট কিছু বলা হয়নি। খুব স্বাভাবিকভাবেই কলকাতার রাস্তা সঙ্গীত জগতের দুই নক্ষত্রের নামকরণে হলে তা অত্যন্ত উল্লেখযোগ্য হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ লতা-সন্ধ্যা-বাপিকে স্মরণ, যজ্ঞ, প্রার্থনা জামালপুরে