নয়াদিল্লি, ২৮ জুনঃ যাত্রী তোলার প্রতিযোগিতায় বেসরকারি বাসগুলির রেষারেষির ফলে মাঝেমধ্যেই বাসের ধাক্কায় প্রাণ যায় নির্দোষ পথচারীর বা বাসে থাকা যাত্রীর। এত অভিযোগ সত্ত্বেও থামে না রেষারেষি।
এবার রেষারেষি বন্ধ করতে উদ্যোগী হল রাজ্য সরকার। আজ পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্যের বাস মালিক সংগঠনের সদস্যরা বৈঠক করেন। বেসরকারি বাসের কমিশন প্রথা তুলে দেওয়ার প্রস্তাব দেন মন্ত্রী। পরিবর্তে বাস চালক ও কন্ডাক্টরদের মাসিক বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। পরিবহনমন্ত্রীর সেই প্রস্তাব মেনে নিয়েছে বাস মালিক সংগঠনগুলি। তবে দুর্ঘটনা নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত কবে বাস্তবায়িত হবে, তা এখনও স্পষ্ট নয়।
- Advertisement -