কলকাতা: কলকাতায় জোড়া অগ্নিকাণ্ড। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার রাত ১২টা নাগাদ প্রথমে পোস্তার শুকলাল জহুরি রোডে একটি কাপড়ের গুদামে আগুন লাগে। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
অন্যদিকে, গতকাল গভীর রাতে মহর্ষি দেবেন্দ্র রোডে একটি চটের গুদামে আগুন লেগে যায়। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। দুটি ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন : গরমে হাঁসফাঁস অবস্থা, স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর