চালসা: দিনহাটার বিধায়ক উদয়ন গুহর মন্তব্যের কড়া সমালোচনা করল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি। শুক্রবার মেটেলি ব্লকের বাতাবাড়ি খরপাড়া প্রাথমিক বিদ্যালয় ময়দানে সংগঠনের সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্প্রতি উদয়ন গুহর মন্তব্যর নিন্দা করা হয়। কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় সভাপতি অমিত রায় জানান, সম্প্রতি উদয়ন গুহ যে মন্তব্য করেছেন তার ঘোর নিন্দা করছেন তাঁরা। উল্লেখ্য, সম্প্রতি উদয়ন গুহ দিনহাটায় এক নির্বাচনি সভায় বলেন, ‘কোচবিহারে কেউ আলাদা রাজ্যের দাবিতে আন্দোলন করলে তাঁর হাঁটু ভেঙে দেওয়া হবে।‘ এই মন্তব্যের পরেই বিভিন্ন জায়গায় উদয়ন গুহর কুশপুতুল দাহ করে কেপিপি। এদিনের সভায় পঞ্চয়েত নির্বাচন সহ সাংগঠনিক নানা বিষয় নিয়েও আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির জেলা সভাপতি বিমল বর্মন, সহ সভাপতি সুরেশ চন্দ্র রায়, কেএসও-র জেলা সম্পাদক সঞ্জয় রায় সহ মেটেলি ব্লকের বিভিন্ন এলাকার কেপিপি নেতা-কর্মীরা।
কাজ শুরু হল রেড ব্যাংক-সুরেন্দ্রনগর চা বাগানে
নাগরাকাটা: পুরো ১০ বছর পর সাইরেন বাজল রেড ব্যাংক-সুরেন্দ্রনগর চা বাগানে (Tea garden)। কলম ছুরি হাতে জঙ্গলে পরিণত হয়ে ওঠা...
Read more