হলদিবাড়ি: কামতাপুর পিপলস পার্টি (কেপিপি)-র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল হলদিবাড়িতে। সংগঠনের হলদিবাড়ি ব্লক কমিটির সভাপতি প্রদীপকুমার রায় জানান, পৃথক রাজ্য ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ১২ মে রাজ্যব্যাপী কেপিপি’র একটি কর্মসূচি হয়। মালদায় হওয়া একটি কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। সুভাষ রায় বর্মন নামে কেন্দ্রীয় কমিটির সভাপতিকে মারধর ও গ্রেপ্তারের অভিযোগ রয়েছে। তারই প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
এদিন সংগঠনের হলদিবাড়ি ব্লক কমিটির উদ্যোগে হাসপাতাল চত্বর থেকে একটি মিছিল বের হয়। হলদিবাড়ি বিডিও অফিসের সামনে গিয়ে বিক্ষোভও দেখানো হয়। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন হলদিবাড়ি ব্লক কমিটির সভাপতি প্রদীপকুমার রায়, ছাত্র সংগঠন আকসু’র ব্লক কমিটির সভাপতি মলয় রায় ও সম্পাদক নীরেন রায়, ভয়েস অফ কামতাপুরের সম্পাদক অনন্তকুমার বর্মন প্রমুখ।
আরও পড়ুন : ১০০ দিনের কাজে মেলেনি টাকা, প্রতিবাদে এশিয়ান হাইওয়ে অবরোধ মহিলা শ্রমিকদের