রাজগঞ্জ: রাজবংশী জনজাতির ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে রাজগঞ্জ বিডিও অফিসে স্মারকলিপি জমা দেয় কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড)। মঙ্গলবার সংগঠনের রাজগঞ্জ ব্লক(Rajganj block)কমিটির তরফে হাতেগোনা কয়েকজন কর্মী-সমর্থক বিডিও অফিসের সামনে কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর জয়েন্ট ভিডিওর কাছে স্মারকলিপি জমা দেন।
সংগঠনের রাজগঞ্জ ব্লক কমিটির সভাপতি জ্যোতিষ রায় বলেন, ‘১২ মে কামতাপুরকে আলাদা রাজ্য ও ভাষার স্বীকৃতির দাবি সহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে এক ঘন্টা পথ অবরোধ করা হয়। সেই আন্দোলনে পুলিশ অন্যায়ভাবে লাঠিচার্জ করে। তারই প্রতিবাদে স্মারকলিপি দেওয়া হয়।’