মেখলিগঞ্জ ১২ নভেম্বর: মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়িতে তিস্তাজান কৃষক কল্যাণ সঙ্ঘের নতুন ভবনের উদ্বোধন হল। মঙ্গলবার ফিতা কেটে এই ভবনের উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ তথা শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির বর্তমান চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন। এছাড়াও গ্রামপঞ্চায়েত প্রধান জয়শ্রী রায়, লক্ষ্মীকান্ত সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। তিস্তাজান কৃষক কল্যাণ সঙ্ঘ অনেকদিন থেকে সামাজিক ও কৃষির উন্নয়নের জন্য বিভিন্ন কাজ করে আসছে। তাদের ভবন নির্মাণের জন্য সাংসদ থাকাকালীন বিজয়বাবু অর্থ বরাদ্দ করেছিলেন।সেই অর্থে নির্মিত ভবনেরই এদিন উদ্বোধন করা হয়। তিস্তাজান কৃষক কল্যাণ সঙ্ঘের সম্পাদক সন্তোষ কুমার রায় বলেন, ‘এই ভবন তৈরি হওয়ায় তাদের এখন বিভিন্ন কাজকর্ম করতে অনেকটাই সুবিধা হবে’।