জলপাইগুড়ি: ‘আবাস যোজনা প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেতে কোনও নেতা, পঞ্চায়েত, মন্ত্রী কাউকে একটি টাকাও দেবেন না। কারও ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢুকলে কোথায় কাকে কি বলতে হবে আমি জানাবো। কিন্তু এই আবাস প্রকল্প নিয়ে কোনও পঞ্চায়েত, মন্ত্রী বা নেতাদের কাউকেই কোনও টাকা ঘুষ দেবেন না। কারও ব্যক্তিগত এই ধরনের দুর্নীতির কারণে দল কেন বদনামের ভাগীদার হবে?’ রবিবার জলপাইগুড়ির পাতকাটা ময়দানে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ আয়োজিত জনসভায় এই মন্তব্য করেন মঞ্চের রাজ্য সম্পাদক তথা জলপাইগুড়ি জেলা তৃণমূল এসসিএসটি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস। তিনি আরও বলেন, ‘আমাদের দলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতো উন্নয়ন করছেন। তা সত্বেও কেন গত লোকসভা ও বিধানসভায় আমাদের ভোটের ফলাফল ভাল হলো না। উত্তরবঙ্গ জুড়েই দলীয় প্রার্থীদের ফলাফল খুব খারাপ হয়েছে। কারন, আমাদের দলের প্রোডাক্ট ভাল, বাজার ভাল। কিন্তু যারা বিক্রি করছেন সেই ফেরিওয়ালারাদের অনেকেই ভাল না। তাই নির্বাচনী ফলাফল ভাল হচ্ছে না। ’ যদিও কৃষ্ণ দাসের এহেন মন্তব্যে দলের মধ্যেই অস্বস্তি দেখা দিয়েছে। কেউ প্রকাশ্যে কোনও মন্তব্য না করতে চাইলেও, অনেকেরই মত এই মন্তব্যে দলের নেতাকর্মীদের ছোট করা হয়েছে।
এদিন কৃষ্ণ দাস বলেন, ‘২০১৮ সালের আগে অনেকের কাঁচা ঘর ছিল। পাকা ছিল না। কিন্তু আবাস তালিকা ২০১৮ সালের। যদিও আজ অনেক সমালোচনা হচ্ছে। কিন্তু গত ৫ বছরে বাড়ির ছেলেরা ভিন রাজ্যে কাজ করে রোজগার করে বাড়ি বানিয়েছেন। বন্ধন ব্যাংক থেকে ঋণ নিয়েও বাড়ি তৈরি করেছেন।’ এদিন ফ্যাসিবাদ রিরোধী মঞ্চের রাজ্য সভাপতি বিশ্বনাথ চক্রবর্তী, সেলিমা মল্লিকের মতো রাজ্য নেতৃত্ব সভায় বক্তব্য রাখেন। সিঙ্গুর, নন্দীগ্রামের আন্দোলনের সময় থেকেই এই তৃণমূল প্রভাবিত অরাজনৈতিক সংগঠনটি গড়ে ওঠে।