আসানসোল: কুলটিতে এক কয়লা ব্যবসায়ীর বাড়িতে লুঠের কিনারা করল পুলিশ। আসানসোলের(Asansol) কুলটি থানার শাঁকতোড়িয়ায় গত ১৩ নভেম্বর ঘটনাটি ঘটেছিল। সেই ঘটনার তদন্ত নেমে শাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ ৫ জনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ লক্ষ ৭৭ হাজার টাকা, একটি চারচাকা গাড়ি ও একটি বাইক।
ধৃতদের মধ্যে কয়লা ব্যবসায়ী সুশীল আগরওয়ালের গাড়ি চালক রাজু সোনার রয়েছে। বাকিরা হল আসলাম আনসারি, সোহরাব খান, দীপক কুমার কর ও ইমরান আনসারি। রাজু, আসলাম ও সোহরাবের বাড়ি কুলটি থানার শাঁকতোড়িয়ায়। রাজু সোনারকে জেরা করে সোহরাব খান ও আসলাম আনসারিকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার এই তিনজনকে আসানসোল আদালতে পেশ করে পুলিশ তাদেরকে ৮ দিনের রিমান্ডে নেয়। এরপর এই তিনজনকে জেরা করে পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত থাকা আরও কয়েকজনের নাম পায়। সেইমতো সোমবার সকালে পুলিশ ঝাড়খণ্ডের চিরকুন্ডা থেকে দীপক কুমার করকে গ্রেপ্তার করে। তাকে মঙ্গলবার ট্রানজিট রিমান্ডে আসানসোলে আনে পুলিশ। এদিন তাকে আসানসোল জেলা আদালতে তুলে ১৪ দিনের রিমান্ড চায় পুলিশ। বিচারক তার জামিন নাকচ করে ১২ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন। পুলিশ রাজুদের জেরা করে বিহারের দুমকার বাসিন্দা ইমরান আনসারি ও বাঁকুড়ার গৌরাঙ্গ কুমারের নাম পায়। তার মধ্যে মঙ্গলবার সকালে পুলিশ মুম্বইয়ে কল্যান স্টেশন থেকে ইমরানকে গ্রেপ্তার করে। তাকে ট্রানজিট রিমান্ডে আসানসোলে নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে। গৌরাঙ্গ কুমারকে পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি।