বেঙ্গালুরু: করোনা পরিস্থিতিতে একদিকে যখন বিবাহ অনুষ্ঠান সব বাতিল হয়ে যাচ্ছে সেখানে লকডাউনের মধ্যেও এক রাজনৈতিক হেভিওয়েট বিয়ে দেখল কর্ণাটক। এ বিয়ে যে সে বিয়ে নয়, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া পরিবারের বিয়ে। শুক্রবার এইচ ডি দেবগৌড়ার নাতি নিখিল কুমারস্বামীর বিয়ে সম্পন্ন হল এই সংকটকালেই। অভিযোগ, করোনা সংক্রান্ত কোনওরকম সতর্কতা বা সামাজিক দূরত্ব না মেনেই এই বিয়ে হয়েছে। বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই বিয়েতে সামাজিক দূরত্বের কোনও বালাই চোখে পড়ল না। উপস্থিত আত্মীয় বা অতিথি কারুর মুখেই দেখা গেল না কোনও মাস্ক। এই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে কিছুটা দূরে ফার্মহাউসে শুক্রবার কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রীর প্রপৌত্রীর রেবতীর সঙ্গে বিয়ে হয় নিখিল কুমারস্বামীর। পরিবারের দাবি, বর ও কনে পক্ষের পরিবার ছাড়া বাইরের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। তাদের বিয়েটা আগেই ঠিক হয়ে গিয়েছিল। তাই আর পরিবর্তিত পরিস্থিতিতেও বিয়ে পেছোতে চায়নি কেউ। তবে রেডজোন বেঙ্গালুরু থেকে রামনগরে অনুষ্ঠানস্থল সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে করোনা ভাইরাস সংক্রান্ত নির্দেশিকাগুলি মানতে দেখা যায়নি দুই পরিবারকে। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী অশ্বথ নারায়ণ জানিয়েছেন, বিয়েতে নির্দেশিকা মানা না-হলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।