কুমারগঞ্জ : চিটফান্ড প্রতারণা নিয়ে বুধবার অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে। অভিযোগ, একটি সংস্থা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে মহিলাদের শাড়ির উপর চুমকি-পুঁথি লাগিয়ে সাজিয়ে তোলার কাজ দেয়। এই কাজের জন্য রেজিস্ট্রেশন বাবদ বহু মহিলার কাছ থেকে ১৫০০ টাকা করে নেওয়া হয়। কয়েকজনকে মজুরি বাবদ টাকাও দেয় সংস্থাটি। এরপরই আশপাশের এলাকার অনেক মহিলা এই কাজে যোগ দেন। রেজিস্ট্রেশন বাবদ বেশ কয়েকলক্ষ টাকা হাতিয়ে নিয়ে সম্প্রতি চম্পট দেয় সংস্থাটি। স্থানীয় মানুষজন, এদিন শাড়ি জমা দিতে এসে দেখেন সংস্থার অফিস তালাবন্ধ। এরপরই তাঁরা বাড়ির মালিক মুরতুজ আলি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন।
তাঁর বাড়িতে বিক্ষোভও দেখানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন জখম হয় বলে জানা গেছে। খণ্ডযুদ্ধে কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ বাধ্য হয়ে টিয়ারগ্যাস ফাটায়। সন্ধের পরও এলাকায় উত্তেজনা রয়েছে বলে জানা গেছে। পুলিশ বাড়ির মালিক ও তাঁর স্ত্রীকে আটক করে কুমারগঞ্জ থানায় নিয়ে এসেছে। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা রেজিস্ট্রেশন বাবদ যে অর্থ জমা দিয়েছিলেন তা ফেরত দিতে হবে। কুমারগঞ্জের বিডিও ছেওয়াং তামাং জানান, ঘটনার উপর নজর রাখা হচ্ছে। জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।