ডিজিটাল ডেস্ক : গত কয়েকদিন ধরে তৃণমূলের অস্বস্তি তুঙ্গে। কার্যত শোনা যাচ্ছে, ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি নিয়ে তৃণমূলের অন্দরে কার্যত আড়াআড়ি বিভাজন হয়ে গিয়েছে। পরিস্থিতি এতটাই সঙ্গীন হয়ে উঠেছিল, যে দল সামলাতে আসরে নামেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। গতকাল তিনি কালীঘাটে বৈঠক ডাকেন জরুরী ভিত্তিতে এবং তারপর তিনি সমস্ত পদের অবসান ঘটিয়ে দিলেন। আপাতত কুড়ি জনের জাতীয় কর্মসমিতি ছাড়া আর কোনো পদ তৃণমূলে নেই। অন্যদিকে বিরোধীদের পক্ষ থেকে ইতিমধ্যেই এই নিয়ে ব্যাপক কটাক্ষ শুরু হয়েছে। বিজেপি মুখপাত্র অমিত মালব্য রীতিমতো টুইট করে তৃণমূলকে বিঁধেছেন। তীব্র কটাক্ষ করে বলেন, এরপর কি সমস্ত মন্ত্রীদের বরখাস্ত করা হবে? কার্যত তৃণমূলে তাহলে বিদ্রোহের ভয় সত্যি বলে দাবি করেছেন বিজেপি নেতা। আর তারই জবাবে এবার পাল্টা দিলেন কুণাল ঘোষ। কার্যত কুণাল ঘোষ এদিন জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ এবং অটুট। পাশাপাশি তিনি অমিত মালব্যকে পাল্টা কটাক্ষ ফিরিয়ে দিয়েছেন। তবে শাসক দলের এই চাপানউতোর নিয়ে ক্রমশ বাড়ছে বিতর্ক।
আরও পড়ুন : সংরক্ষিত বনাঞ্চল লাগোয়া এলাকায় দূষণ, বিপদের আশঙ্কা বন্যপ্রাণীদের