ডিজিটাল ডেস্ক : প্রায় ৫০ বছর পর নিভে গেল অমর জওয়ান জ্যোতি। আজকে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে সরিয়ে নেওয়া হলো ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি। আর এই নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে প্রবল সমালোচনা। রাজ্যের বিভিন্ন বিরোধী দল থেকে ইতিমধ্যেই মোদি সরকারের তুলোধোনা করা শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অমর জওয়ান জ্যোতি অগ্নিশিখা নিভিয়ে দেওয়া নিয়ে তীব্র নিন্দা করলেন কুণাল ঘোষ। এদিন সাংবাদিক বৈঠকে তিনি মোদী সরকারের প্রতি একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে জানিয়েছেন, যেভাবে ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি নিভিয়ে দেওয়া হলো তা ইতিহাসকে বিকৃত করার সামিল। পাশাপাশি অমর জওয়ান জ্যোতিকে বিকল্প জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টাকে অপ্রয়োজনীয় বলে দাবি করেছেন তৃণমূল মুখপাত্র। নেতাজীকে নিয়েও কেন্দ্রীয় সরকার রাজনীতি করছে বলে অভিযোগ জানান তিনি। সব মিলিয়ে একাধিক বিষয় নিয়ে যেভাবে কুণাল ঘোষ মুখ খুললেন এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।
মমতাকে নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে রাজ্যপালের কাছে তৃণমূল
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে তৃণমূলের রোষের মুখে দিলীপ ঘোষ। সম্প্রতি মুখ্যমন্ত্রীর বাবা-মায়ের পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় বিজেপি সহ-সভাপতি।
Read more