ডিজিটাল ডেস্ক : প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেপ্তারের পর কার্যত তৃণমূল শিবিরে তৈরি হয়েছিল ব্যাপক অস্বস্তি। তবে পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণ করার পর সেই পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠতে পারে শাসক দল। আর তারপরেই আসরে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি গতকাল এসএসসি আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। এবং আগামী দিনে মেধা তালিকায় থাকা প্রত্যেকের চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন। বিরোধীদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে, কেন এসএসসি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় অফিসে? সরকারি কোন পদে না থাকা সত্ত্বেও কিভাবে অভিষেক চাকরির প্রতিশ্রুতি দিলেন তা নিয়েও উঠছে প্রশ্ন। আর এই সব প্রশ্নের উত্তর দিয়েছেন রাজ্যের তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি জানিয়েছেন, এটি কোন সরকারি উদ্যোগ নয় দলীয় উদ্যোগ। আর তাই বৈঠক ডাকা হয়েছিল অভিষেকের অফিসে। তবে অভিষেকের পাশাপাশি ওই বৈঠকে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ। কুণাল ঘোষের দাবি, দলের তরফ থেকে জট কাটানোর চেষ্টা করেছেন অভিষেক। কার্যত এটি সদিচ্ছার ইঙ্গিত বলে ব্যাখ্যা করেন কুণাল ঘোষ। পাশাপাশি বিরোধীদের তীব্র কটাক্ষ করেছেন তিনি। এই বৈঠক নিয়ে বিরোধীদের প্রশ্নে ঈর্ষার ইঙ্গিত পাচ্ছেন বলে জানান কুণাল। অন্যদিকে গতকাল এসএসসি চাকুরীপ্রার্থীদের প্রতিনিধির তরফ থেকেও জানানো হয়েছে, বৈঠক সার্থক। এসএসসির পর টেট প্রতিনিধিদের সঙ্গেও অভিষেক বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে।
অনুব্রতকে জোর করে ফাঁসানো হয়েছে : উদয়ন গুহ
যে দেশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ডাকাতির মামলায় ৪২ দিনের জেল খাটা আসামী, সে দেশে তো সীমান্ত পেরিয়ে গোরুপাচার হবেই। অনুব্রত মণ্ডলের...
Read more