উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একাধিক দাবিতে বাংলাদেশে(Bangladesh) ধর্মঘট ডেকেছে নৌযান শ্রমিকরা। এই ধর্মঘটের জেরে নৌকা ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফলে স্তব্ধ হয়ে রয়েছে পণ্য পরিবহণ, আমদানি ও রপ্তানী। ১০ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ। গতকাল অর্থাৎ শনিবার থেকে শ্রমিকদের এই ধর্মঘট শুরু হয়। তাঁদের দাবি না মিটে যাওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে জানিয়েছেন শ্রমিক মহল।
নদীমাতৃক বাংলাদেশে যাতায়াতের অন্যতম বাহন নৌকা ও লঞ্চ। গতকাল থেকে সেই নৌযান চলাচলই বন্ধ রয়েছে। ফলে সমস্যায় পড়েছে সকলেই। এবার মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবিতে ধর্মঘটে নেমেছে নৌ শ্রমিকরা। ন্যূনতম ২০ হাজার টাকা মজুরি বৃদ্ধি, নাবিক কল্যাণ তহবিল গঠন করা, দুর্ঘটনা ও কর্মস্থলে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লক্ষ টাকা নির্ধারণ করা সহ ১০ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ।