ডিজিটাল ডেস্ক : গরু পাচার মামলার ইতিমধ্যেই ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন হেভিওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচারের সাথে সাথে তাঁর বিরুদ্ধে অন্য আরও অভিযোগ উঠে এসেছে। যার মধ্যে অন্যতম হল বোলপুর পুরসভায় অনুদান মামলা।
প্রসঙ্গত, বোলপুর পুরসভায় অনুদান নিয়ে দুর্নীতি চালানো হয়েছে অনুব্রত মণ্ডলের (anubrata mondal) নির্দেশে- এই সংক্রান্ত হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু সেই মামলায় বোলপুর পুরসভার তরফ থেকে অনুদানের যাবতীয় নথি আছে বলে দাবি করা হয়। আর তারপরেই হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হল অনুদান মামলায় কোনরকম হস্তক্ষেপ করবে না হাইকোর্ট।
পাশাপাশি খারিজ হয়ে গেল সিবিআই তদন্তের দাবি। পাশাপাশি বলা হয়েছে, উপযুক্ত নথি নিয়ে আদালতে নতুন করে পরবর্তীতে মামলা দায়ের করতেই পারেন কেউ। কার্যত উপযুক্ত নথির অভাবেই হাইকোর্ট যে এই সিদ্ধান্ত নিল তা স্পষ্ট। কার্যত হাইকোর্টের এই সিদ্ধান্তে বড়সড়ো স্বস্তির নিঃশ্বাস ফেললেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।