শামুকতলা: জলাশয় ও বিভিন্ন ঝোরায় বিষ বা বিদ্যুতের শক দিয়ে মাছ ধরা, সংরক্ষিত বনাঞ্চলে পিকনিকের দাপট এবং জলাশয়ে রক্ষণাবেক্ষণের অভাবে পরিযায়ী পাখিদের খাবারে টান পড়ছে। ফলে শীতের অতিথিদের আগমন কমছে বিভিন্ন জলাশয়ে। অন্য়বারের তুলনায় এবার শীতে তুলনামূলকভাবে কম সংখ্যায় পরিযায়ী পাখি আসায় উদ্বেগ প্রকাশ করেছেন পাখিপ্রেমী এবং পরিবেশপ্রেমীরা। গত দু’দিন ধরে বনবিভাগ ও পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য় পর্ষদের সহযোগিতায় উত্তরবঙ্গের দুটি জলাশয়ে পরিযায়ী পাখি নিয়ে সমীক্ষা করা হয়। হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন(ন্যাফ) এই সমীক্ষার কাজ করে। উত্তরবঙ্গের দুটি জলাশয়ে চলে সমীক্ষা। আলিপুরদুয়ারের নারারথলি ও কোচবিহারের রসিকবিলে। সমীক্ষা শেষে ন্যাফ একটি প্রাথমিক হিসেবও দিয়েছে।
ন্যাফের কো-অর্ডিনেটর অনিমেষ বসু জানিয়েছেন, গত বছরের তুলনায় আলিপুরদুয়ারের(Alipurduar) নারারথলি জলাশয়ে এবার কম সংখ্যায় পরিযায়ী পাখি এসেছে। তবে পাখির প্রজাতির সংখ্যা বেড়েছে। যে প্রজাতিগুলি নারারথলি ও রসিকবিলে এবছর প্রথম এসেছে সেই পাখিগুলি অবশ্য় ইতিমধ্যে জেলার অন্য় জলাশয়ে দেখা গিয়েছে। তবে সমীক্ষার চূড়ান্ত রিপোর্টের পর বিষয়টি আরও স্পষ্ট হবে।
সাম্প্রতিক সমীক্ষায় প্রাথমিকভাবে জানা গিয়েছে, রসিকবিলে এবছর ৪০টি প্রজাতির ৫০০০ পাখি এসেছে। গতবছর এই বিলে ৪৭টি প্রজাতির ৬০০০ পাখি এসেছিল। সাতটি প্রজাতির পাখি যেমন এবার কম এসেছে তেমনি পাখির সংখ্যা কমেছে প্রায় এক হাজার। নারারথলির পরিসংখ্যানটিও একইরকম। গতবছর সেখানে ৩৩টি প্রজাতির ১৬০০টি পাখি এসেছিল। এবছর পাখির প্রজাতির সংখ্যা বাড়লেও মোট সংখ্যা কমেছে। নারারথলিতে এবছর ৪০টি প্রজাতির ১২০০টি পাখি এসেছে। সংখ্যা কমলেও এই জলাশয় সাতটি নতুন প্রজাতির পরিযায়ী এসেছে। কোচবিহারের রসিকবিল গোটা রাজ্যে পরিযায়ী পাখিদের অন্য়তম আস্তানা ছিল। গত ১০ বছরের তুলনায় এখন অনেক কম প্রজাতির পাখি আসছে এই বিলে।
পরিবেশপ্রেমী জীবনকৃষ্ণ রায় জানান, জলাশয়গুলির রক্ষণাবেক্ষণ তেমনভাবে হচ্ছে না। কচুরিপানায় ভরে গিয়েছে। ফলে পাখিদের বিচরণের জায়গা কমে যাচ্ছে। উত্তরবঙ্গের জলাশয় গুলোতে পরিযায়ী পাখি আসার উত্তম পরিবেশ রয়েছে। শুধু রক্ষণাবেক্ষণ জরুরি। জলাশয় রক্ষণাবেক্ষণের সঙ্গে আশপাশের পরিবেশ পাখিদের উপযোগী করে গড়ে তুলতে হবে। আমরা চূড়ান্ত রিপোর্ট তৈরি করে বনবিভাগ, পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য় পর্ষদ ও ওয়েব ল্যান্ড ইন্টারন্যাশনালের কাছে পাঠাবো।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।