নয়াদিল্লি: লখিমপুর খেরি হিংসা মামলায় জামিন পেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র (Ashish Mishra)। বুধবার সুপ্রিম কোর্ট তাঁকে আট সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। ২০২১-এর ৩ অক্টোবর কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন চার কৃষককে গাড়িতে পিষে মারার অভিযোগ ওঠে আশিসের বিরুদ্ধে। যা ঘিরে এলাকায় হিংসা ছড়ায়। নিহত হন দুই বিজেপি কর্মী, একটি গাড়ির চালক এবং একজন সাংবাদিক। পরে মন্ত্রী-পুত্রকে গ্রেপ্তার করে পুলিশ।এদিন শীর্ষ আদালত তাঁর আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। সেই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, মন্ত্রী-পুত্র এই সময়ের মধ্যে উত্তরপ্রদেশ বা জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে থাকতে পারবেন না। যেসব সাক্ষী এখনও জবানবন্দি দিতে পারেননি, তাঁদের যাতে আশিস কোনওভাবে প্রভাবিত করতে না পারেন, সেজন্য অন্তর্বর্তী জামিনে মুক্তির তারিখ থেকে এক সপ্তাহের মধ্যে তাঁকে উত্তরপ্রদেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : স্কুলের মধ্যেই ছাত্রীকে ধর্ষণ! অভিযুক্ত প্রধান শিক্ষক