ডিজিটাল ডেস্ক: সিবিআই (CBI) এবং ইডির (ED) হাত ধরে বেআইনি টাকা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই সাড়া পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। বিশেষ করে রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের নামাঙ্কিত ফ্ল্যাট থেকে যেভাবে কোটি কোটি টাকার বান্ডিল উদ্ধার হয়েছে তা এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই অবস্থায় এবার নন্দীগ্রামের (Nandigram) এক দিনমজুরের বাড়ি থেকে উদ্ধার হল টাকা এবং গয়নাগাটি। প্রসঙ্গত জানা গিয়েছে, নন্দীগ্রামের দাউদপুর এলাকার নয়নান গ্রামের ওই দিনমজুরের ওপর বিগত বেশ কয়েকদিন যাবত নজর রাখছিল পুলিশ। আর এদিন তাঁর বাড়িতে পুলিশ তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে অন্তত দু লক্ষ টাকার নগদ এবং প্রায় এক লক্ষ টাকার সোনার গয়না। তবে ওই দিনমজুর পলাতক বলে জানা গিয়েছে।দিনমজুরের বাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই সাড়া পড়ে গিয়েছে এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, ওই দিনমজুর নিতান্তই দরিদ্র অবস্থায় দিন কাটাতেন। কিন্তু হঠাৎ করেই তাঁর অবস্থা ফিরতে শুরু করে। আর তাই নিয়ে কৌতুহল বাড়তে শুরু করে। আপাতত ওই দিনমজুরের উদ্দেশ্যে শুরু হয়েছে পুলিশের তল্লাশি। কিভাবে এত টাকা, গয়না তিনি পেলেন তা নিয়ে ক্রমশ রহস্য দানা বাঁধছে।
জন্মদিনের পার্টিতে অঘটন, শ্লীলতাহানির শিকার দুই শিশু
ডিজিটাল ডেস্কঃ বর্তমানে শিশুরাও সুরক্ষিত নয়। লালসার হাত তাঁদের দিকে যখন তখন ধেয়ে আসে। এরকমই একটি ঘটনা ঘটল পূর্ব দিল্লির...
Read more