নিউজ ব্যুরো: অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের (England Open Badminton Championship) ফাইনালে ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে ১০-২১, ১৫-২১ ব্যবধানে হারলেন ভারতীয় ব্যাডমিন্টনের নয়া পোস্টার বয় লক্ষ্য সেন (Lakshya Sen)। শনিবার সেমিফাইনালে প্রাক্তন অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন লি ঝি জিয়াকে ২১-১৩, ১২-২১, ২১-১৯ ব্যবধানে পরাজিত করে ফাইনালে পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু ফাইনালে লক্ষ্য সেনের লক্ষ্য পূরণ হল না। অ্যাক্সেলসেনের কাছে হেরে গেলেন তিনি। এদিন ৫৩ মিনিট ধরে ম্যাচ চলে। উল্লেখ্য, এই ভিক্টরকেই কিছুদিন আগে জার্মান ওপেনে হারিয়েছেন লক্ষ্য। তবে ফাইনালে হারলেও পঞ্চম ভারতীয় হিসেবে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে নজির গড়েছেন ব্যাডমিন্টনের নতুন তারা।
দল ভাল ফল করলেও হেরে গেলেন অমর লামা
পাহাড়ে বোর্ড গঠন করতে চলেছে অনীত থাপার ভারতীয় প্রজাতান্ত্রিক মোর্চা। জিটিএ এলাকা জুড়ে ভাল ফল হলেও পুরসভা এলাকাগুলোতে কিছুটা পিছিয়ে...
Read more