পাটনা: শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। বৃহস্পতিবার রাতে শারীরিক অসুস্থতা বোধ করলে তাঁকে রাঁচির একটি হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর খবর নিতে হাসপাতালে পৌঁছেছেন ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী বান্না গুপ্ত। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁর করোনা পরীক্ষা করানো হলে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ফল নেগেটিভ আসে। যদিও আরটি-পিসিআর রিপোর্ট আগামীকাল আসার কথা।
- Advertisement -
প্রসঙ্গত, পশু খাদ্য কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর ২০১৭ সালের ২৩ জানুয়ারি জেলে যান লালু প্রসাদ যাদব। গত দু’বছরেরও বেশি সময় ধরে এই হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর।