নকশালবাড়িঃ উত্তরবঙ্গ সংবাদ খবরের জের! শুক্রবার দিনভর পাথর ও বালি মাফিয়াদের বিরুদ্ধে যৌথভাবে অভিযান চালাল নকশালবাড়ি ব্লক (Naxalbari Block) ভূমি ও ভূমিসংস্কার দপ্তর এবং নকশালবাড়ি থানা। ভূমি দপ্তরের অভিযানে এদিন এলাকায় বন্ধ হয়ে যায় ডাম্পার এবং ট্রাক্টরের দৌড়াত্ব। বিভিন্ন নদীর ঘাটে অভিযান চালানো হলেও কাওকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ ও ভূমি দপ্তরের আধিকারিকদের দেখে এদিন মাফিয়ারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
জানাগেছে, এদিন প্রথমেই পুলিশ ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা সাতভাইয়া এলাকায় এশিয়ান হাইওয়ে টু এর পাশে অবস্থিত একটি বালি পাথরের ডাম্পিং করা এলাকায় যান। অভিযোগ ছিল যে, সাতভাইয়া এলাকায় সিএডিসি অফিসের সামনে দীর্ঘদিন ধরেই বালি পাথর ডাম্পিং করা হত এবং তারপরে ডাম্পারে করে বিহারে পাচার করা হত। এদিন পুলিশ এবং বিএলএলআরও দপ্তরের আধিকারিকরা প্রথমেই গোটা এলাকা ঘিরে বালি পাথর বাজেয়াপ্ত করেন। সাতভাইয়াতে ডাম্পিং করা প্রায় ২৫ হাজার সিএফটি বালি পাথর বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।
এরপর অভিযান চালানো হয় হাতিঘিসা অটল চা বাগান সংলগ্ন চেঙ্গা নদীর তীরে। এই এলাকায় চেঙ্গা নদীর রেললাইনের ধারে প্রায় ছয় হাজার সিএফটি বালি পাথর ডাম্পিং করা ছিল। ভূমি দপ্তরের আধিকারিকরা সমস্ত বালি পাথর বাজেয়াপ্ত করেন। হাতিঘিসার পরে খড়িবাড়ি নকশালবাড়ি সীমান্তের ঢাকনা মৌজায় অভিযান চালান হয়। এই ঢাকনা মৌজা এলাকায় এশিয়ান হাইওয়ে টু এর পাশে দীর্ঘদিন ধরেই একটি অবৈধ ক্রাশার চলছিল। যেখানে অবৈধ ভাবে খড়িবাড়ি, পানিট্যাঙ্কি এবং নকশাবাড়ির মেচি ঘাট থেকে বালি পাথর তুলে ডাম্পিং করা হত। পরে রাতের অন্ধকারে সেগুলি খড়িবাড়ি দিয়ে বিহারে পাচার করা হত। এই ঢাকনা মৌজায় পেট্রোল পাম্পের আড়ালে অবৈধভাবে বালি পাথরের ব্যবসা করা হত বলে খবর।
এদিন ভূমি দপ্তরের আধিকারিকরা এই এলাকায় অভিযান চালিয়ে একটি বালি বোঝাই লরি এবং ডাম্পিং করা ২৫ হাজার সিএফটি বালি পাথর বাজেয়াপ্ত করেন। গোটা অভিযানের নেতৃত্বে ছিলেন নকশালবাড়ি ব্লক ভূমি ও ভূমিসংস্কার দপ্তরের আধিকারিক কল্যাণ লামা। তিনি জানান, তিন জায়গায় এদিন অভিযান চালানো হয়েছে। কিন্তু আমাদের দেখে মাফিয়ারা আগেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। অবৈধ ভাবে জমায়েত করা প্রায় ৫৬ হাজার সিএফটি বালি পাথর বাজেয়াপ্ত করা হয়েছে। নদীগুলি থেকে অবৈধভাবে এই বালি পাথর তোলা হচ্ছে। আমাদের পক্ষে সবসময় নজরদারি করাও সম্ভব নয়। বাজেয়াপ্ত করা সমস্ত বালি পাথর নকশালবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। আগামীদিনেও এভাবেই মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চলবে বলে তিনি জানান।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।