কালিয়াচক: জমি বিবাদের জের! গুলিবিদ্ধ হয়ে জখম হলেন এক ব্যক্তি। কালিয়াচক ১ নম্বর ব্লকের সুলতানগঞ্জ এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে ঘটনাটি ঘটে। জখম ব্যক্তির নাম, নাজিমুল হক। তিনি কালিয়াচকের (Kaliachak) সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা। জখম অবস্থায় তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। জখম নাজমুল হক জানান, বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। সাত থেকে আট রাউন্ড গুলি চলে। একটি গুলি তাঁর পায়ে এসে লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। আইসি উদয়শংকর ঘোষ জানান, জমি বিবাদের জেরে ঘটনাটি ঘটে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন : ব্লক কমিটি ঘোষণা হতেই তৃণমূলের গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত মাথাভাঙ্গা