ধূপগুড়ি: প্রস্তাবিত ফোরলেনের জন্য ফের জমি মাপজোখ শুরু হল ধূপগুড়িতে। শুক্রবার গাদং ১ গ্রাম পঞ্চায়েতের খলাইগ্রাম মৌজার প্রায় ৩০০ মিটার এলাকায় মাপজোখ হয়েছে। ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা সেখানে উপস্থিত ছিলেন। মাপজোখ নিয়ে আগেই জমির মালিকদের সঙ্গে আলোচনা করেছিলেন ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং। সেকারণে এদিন আর সমস্যা হয়নি। জমির মালিকরা দাঁড়িয়ে থেকে কাজে সহযোগিতা করেছেন। উল্লেখ্য, ওই মৌজাতেই গত ১৯ নভেম্বর জমি মাপজোখ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। বিক্ষোভের জেরে সেদিন পিছু হঠতে বাধ্য হন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।
পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং জানান, কারও জমিই জোর করে নেওয়া হবে না। প্রথম দফায় আলোচনা করেই মাপজোখ করা হয়েছে। তবে এদিনের কাজে জমির মালিকরা সহযোগিতা করেছেন। জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান, এদিন শুধু প্রথম ধাপের কাজ হয়েছে। ফের জমির মালিকদের সঙ্গে আলোচনায় বসা হবে। আরও প্রায় ৩০০ মিটার এলাকায় মাপজোখ বাকি রয়েছে।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial