আসানসোল: ইসিএলের খোলামুখ খনি বা ওসিপিতে কয়লা তোলার জন্য বিস্ফোরণের জন্য আসানসোলের কালিপাহাড়ির উষাগ্রামের গ্লাস ফ্যাক্টরি এলাকায় ধস নামছে। ফাটল ধরছে বিভিন্ন আবাসন ও এলাকায়। গোটা বিষয়টি নিয়ে আলোচনা করতে শুক্রবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার আসানসোল কার্য্যালয়ের কনফারেন্স হলে ইসিএলের শ্রীপুর এরিয়ার জেনারেল ম্যানেজার মুকেশ কুমার মিনা, পার্সোনাল ম্যানেজার সহ আধিকারিকদের একটি বৈঠক হয়। সেই বৈঠকে আড্ডার চেয়ারম্যান তথা আসানসোল (দক্ষিণ) বিধানসভার বিধায়ক তাপস বন্দোপাধ্যায় ছিলেন। বৈঠকের পরে তাপস বন্দোপাধ্যায় বলেন, ‘এদিনের বৈঠকে ইসিএলের জেনারেল ম্যানেজার ও অন্য আধিকারিকদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য বলেছি।’
অন্যদিকে, যদিও ওসিপিতে ব্লাস্টিংয়ের জন্য ঐ এলাকায় ধস ও ফাটল ধরছে, তা সরাসরি মানতে নারাজ ইসিএল কতৃপক্ষ। ইসিএলের শ্রীপুর এরিয়ার জেনারেল ম্যানেজার বলেন, ‘ওসিপিতে ব্লাস্টিংয়ের জন্য অতদূরে ধস বা আবাসনে ফাটল ধরা উচিত নয়। ১০০ মিটারের মধ্যে হলেও হতে পারে। ইসিএলের তরফে গোটা বিষয়টি পরীক্ষা করে দেখা হবে।