শিলিগুড়ি, ৮ জুনঃ প্রবল বৃষ্টিতে ধস নেমে বিপর্যস্ত হয়ে পড়ল সমতল থেকে পাহাড়ের যোগাযোগ। শুক্রবার সকালে রংপোতে ধস নেমে ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে শিলিগুড়ি-সিকিমের যোগাযোগ। ধসের জেরে আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন বহু পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। রাস্তা পরিষ্কার করার চেষ্টা চলছে। তবে কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। কেননা বৃষ্টি চলতে থাকায় ধস সরানোর কাজে সমস্যা তৈরি হয়েছে। এদিকে, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় শিলিগুড়ির এসএনটি বাস টার্মিনালে আটকে রয়েছেন প্রচুর যাত্রী।
- Advertisement -
সংবাদদাতাঃ সানি সরকার