ডিজিটাল ডেস্ক: আজকে এপার বাংলা এবং ওপার বাংলা- দুই দেশেই একযোগে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা শহীদ দিবস। প্রতিবছর ভাষা দিবস উদযাপনের পরিপ্রেক্ষিতে পেট্রাপোল সীমান্তে দুই দেশের মানুষরা একত্রিত হয়ে স্মরণ করেন ভাষা শহীদদের। শহীদ বেদীতে মাল্যদান করা হয়। কিন্তু এবার করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রোটোকল এবং প্রশাসনের নির্দেশ মেনে দুই দেশের মানুষরা আর একসাথে ভাষা দিবস পালন করতে পারলেন না। এদিন সকালে ছয়ঘড়িয়া পঞ্চায়েতের পক্ষ থেকে পেট্রাপোল সীমান্তে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নোম্যান্সল্যান্ডে বিধায়ক বিশ্বজিৎ দাস সহ জনপ্রতিনিধিরা মালা এবং মিষ্টি সহযোগে হাজির হন। অন্যদিকে বাংলাদেশের জনপ্রতিনিধিরাও আসেন। একসাথে তাঁরা শহীদ বেদীতে যৌথভাবে মাল্যদান করেন। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা হচ্ছে।
আরও পড়ুনঃ অভিনব কায়দায় পুরভোটের প্রচার তৃণমূলের