ফাঁসিদেওয়া: পাচারের আগে বিপুল পরিমাণ শুকনো বিলুপ্তপ্রায় সি হর্স উদ্ধার করল বন দপ্তর। মঙ্গলবার গভীর রাতে শিলিগুড়ি (Siliguri) মহকুমার নকশালবাড়ি এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কার্সিয়াং বন বিভাগের ঘোষপুকুর রেঞ্জ একজনকে আটক করে। তল্লাশি চালাতেই ৫ কেজি সিহর্স উদ্ধার হয়। পাচারে জড়িত থাকার অভিযোগে ১ জনকে বন দপ্তর গ্রেপ্তার করেছে। পাচারে ব্যবহৃত বাইকটিও বন দপ্তর বাজেয়াপ্ত করেছে। ধৃতের নাম ফায়েজ আহমেদ (৪১)। তিনি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের ধুলিগাঁওয়ের বাসিন্দা। ধৃতের কাছে বাইরের রাজ্যেরও পরিচয়পত্র রয়েছে বলে সূত্রের খবর। বন দপ্তর অনুমান করছে, ধৃত ব্যক্তি ক্যারিয়ার হিসেবেই কাজ করছিলেন। তবে নকশালবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় কার কাছে ওই সামগ্রী হস্তান্তরের ছক কষেছিল অভিযুক্ত তা এখনও জানা যায়নি।
সূত্রের খবর, এই সি হর্স বিভিন্ন প্রজাতির পাওয়া যায়। শুকনো সি হর্স প্রতি কেজি দাম প্রায় ১৫ হাজার টাকার বেশি পর্যন্ত হতে পারে। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে উদ্ধার হওয়া সামগ্রীর বাজারমূল্য প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। কোনও জ্যান্ত সি হর্সের কিছু প্রজাতি অ্যাকিউরিয়ামে পালন করেন অনেকে। আবার অনেকে শুকনো প্রাণীটিকে খেয়েও থাকেন।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক আগামী ৩ তারিখ পর্যন্ত ধৃতকে বিচারবিভাগীয় হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ঘোষপুকুরের রেঞ্জার সোনম ভুটিয়ার কথায়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার পাশাপাশি, এই বিলুপ্তপ্রায় প্রাণী পাচারে আর কেউ জড়িত কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।
আরও পড়ুন: Tarai Folk Culture Festival | দু’দিনব্যাপী তরাই লোকসংস্কৃতি উৎসব খড়িবাড়িতে