রায়গঞ্জ: ভাড়াটিয়ার সঙ্গে বাড়িওয়ালার বিরোধের জেরে উত্তেজনা ছড়াল রায়গঞ্জ থানার বোগ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার বাসিন্দা অমরজিৎ সিংহের বাড়িতে ভাড়া থাকেন পেশায় রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী অরিন্দম প্রামাণিক। কিন্তু ছ মাস ধরে অরিন্দমবাবুকে বাড়ি ছাড়তে বলা হলেও তিনি তা না করে বিজেপির দলীয় প্রভাব খাটানোর চেষ্টা করেন বলে অভিযোগ।
এদিন তাঁকে ঘর ছাড়ার জন্য আবার বলতে গেলে বাড়িওয়ালা অমরজিৎ সিংহের স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে অরিন্দম প্রামাণিকের বিরুদ্ধে। ক্ষিপ্ত বাসিন্দারা ওই আইনজীবীর ঘর থেকে সমস্ত আসবাবপত্র ও কাপড়চোপড় বের করে উঠোনে ফেলে দিয়ে ঘরে তালা দিয়ে দেন। অমরজিৎ সিংহের স্ত্রী সীতা সিংহ জানান, তিন বছর ধরে অরিন্দম প্রামাণিক তাঁদের বাড়িতে ভাড়া রয়েছেন। এদিন সকালে বাড়ি খালি করে দেওয়ার কথা বলতে গেলে তাঁর শ্লীলতাহানি করা হয়।
স্থানীয় কমলাবাড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত দাস জানান, ওই আইনজীবীর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। সমস্ত ঘটনা পুলিশকে জানানো হয়েছে। যদিও অরিন্দম প্রামাণিক জানান, তাঁকে বাড়ি থেকে তুলে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। যেহেতু বিজেপির সংগঠনের সঙ্গে তিনি জড়িত তাই মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টা চলছে। কর্ণজোড়া ফাঁড়ির ওসি আশিস কুণ্ডু জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।