বুনিয়াদপুর: আদালতের নতুন ভবনে স্থানান্তরের দাবিতে কর্মবিরতি গঙ্গারামপুর মহকুমা আদালতে (Gangarampur sub-divisional court)। ১৯৯৮ সাল থেকে ভাড়া বাড়িতে সংকীর্ণ জায়গায় আদালতের কাজকর্ম শুরু হয়। গত দুই বছর আগে বুনিয়াদপুরে আদালতের নতুন ভবন তৈরির কাজ সম্পন্ন হয়েছে। অথচ এখনও নতুন ভবনে স্থানান্তরিত করা হয়নি। আইনজীবী ও ল-ক্লার্কদের তরফে বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত আবেদন জানিয়েও কোনও কাজ হয়নি। এদিকে পুরোনো বাড়ির বেহাল দশা। জীবনের ঝুঁকি নিয়ে সেখানে চলছে আদালতের কাজ। জনগণের জন্য পানীয় জল সহ নেই শৌচালয়ও। ফলে বাধ্য হয়ে মঙ্গলবার থেকে ছয়দিন ব্যাপী কর্মবিরতির ডাক দিয়েছেন আইনজীবী ও ল-ক্লার্করা। এদিন প্রায় ১৫৭ জন আইনজীবী ও ৬৫ জন ল-ক্লার্ক নতুন আদালত ভবনের সামনে অবস্থানে শামিল হন। ছয়দিন ব্যাপী এই কর্মবিরতি চলবে। প্রয়োজনে কর্মবিরতির সময়সীমা বাড়ানো হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
গঙ্গারামপুর মহকুমা আদালতের ল-ক্লার্ক অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম বিহারী রায় জানান, নতুন আদালত ভবন তৈরি হওয়ার পরও এখনও জীবনের ঝুঁকি নিয়ে পুরোনো বিল্ডিংয়ে কাজ করছেন তাঁরা। গঙ্গারামপুর মহকুমা আদালতের অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মানবেশ রায় জানান, এই বিষয়ে বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমনকি মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে জানানো হয়েছে। অবিলম্বে নতুন আদালত ভবনে কাজ চালু না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন তাঁরা।
আরও পড়ুন: কুশমণ্ডিতে মুখোশ নৃত্যের মধ্য দিয়ে শুরু হল গম্ভীরা মেলা