চাঁচল: আট লক্ষ টাকার কাজের শিলান্যাস করলেন মালদা(Malda) জেলা পরিষদের সদস্য মহম্মদ সামিউল ইসলাম। বৃহস্পতিবার ফিতে কেটে রাস্তার কাজের শিলান্যাস করেন তিনি। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে জেলা পরিষদের উদ্যোগে কংক্রিটের পাকা রাস্তা নির্মাণ হতে চলেছে চাঁচলের পাহাড়পুর ৮১ নম্বর জাতীয় সড়কের পূর্ব দিকের রাস্তা। ওই রাস্তাটি দিয়ে গিলাবাড়ি গ্রামের মানুষেরা চলাচল করে বলে জানা গিয়েছে।
জেলা পরিষদ সদস্য সামিউল ইসলাম জানান, জেলাপরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল প্রায় তিনশো মিটার রাস্তাটির জন্য আট লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি কাঁচা থাকায় সমস্যায় পড়তেন বাসিন্দারা। রাস্তাটি পাকা হওয়ার জন্য প্রশাসনিক বিভিন্ন মহলে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন গ্রামের মানুষ। বাসিন্দাদের দাবি মেনে রাস্তার কাজে উদ্যোগী হয়েছে মালদা জেলা পরিষদ।