ডিজিটাল ডেস্ক : এক মাস যেতে না যেতে চুলের রং ফিকে? মনে করে দেখুন তো রং করার পর যে নির্দেশগুলি পার্লার থেকে দেওয়া হয়েছিল সব আদৌ মেনেছেন কিনা? চুলে রং করানোর পর যে বিষয়গুলি খেয়াল রাখলে আপনার প্রিয় রং আরও বেশি দিন টিকবে, সেগুলি দেখে নিন –
১) রং করার দু’দিনের মাথায় চুলে শ্যাম্পু করে ফেলবেন না। রং বসতে একটু সময় লাগে। তার আগেই শ্যাম্পু করলে তাড়াতাড়ি রং ধুয়ে যাবে।
২) চুলে রং করলে কিছু দিন চুল এমনিই উজ্জ্বল দেখায়। অনেকে তাতে ভুলে কন্ডিশনার ব্যবহার করা থামিয়ে দেন। কিন্তু হয়ে মস্ত ক্ষতি।
৩) কী ধরণের শ্যাম্পু ব্যবহার করছেন তা অত্যন্ত জরুরি। সালফেটযুক্ত শ্যাম্পু চুলের রং খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয়। তাছাড়াও এই ধরনের শ্যাম্পু দীর্ঘ দিন ব্যবহার করা আপনার চুলের পক্ষেও ভালো নয়। তাই রং করানোর পর বিশেষ শ্যাম্পু আলাদা করে পার্লার থেকেই কিনুন।
৪) রং করানোর পর চুল একটু রুক্ষ হয়ে যায়। তাই অনেকে তাড়াতাড়ি নানা রকম রাসায়নিক ট্রিটমেন্ট করতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু তাতে চুলের রং ফিকে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই বাড়িতেই চুলের যত্ন নিন।
আরও পড়ুন : তৈলাক্ত ত্বকের যত্ন নিতে মাথায় রাখুন কিছু গুরুত্বপূর্ণ জিনিস