ডিজিটাল ডেস্ক : বিগত কয়েকদিন যাবত ব্যাপক চাপানউতোর চলছে পল্লবী দে র মৃত্যু নিয়ে। আর এবার ছোটপর্দার অভিনেত্রী পল্লবী দে র মৃত্যু রহস্যে চাঞ্চল্যকর মোড়। জানা গিয়েছে, দীর্ঘ জেরার পর পল্লবী দে র লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল ইতিমধ্যেই। পাশাপাশি তাঁর আয়ের উৎস নিয়েও প্রশ্ন উঠেছিল। আপাতত সাগ্নিক চক্রবর্তীকে গ্রেপ্তারের পর পল্লবী দে র মৃত্যু নিয়ে যে দোলাচল চলছে তার সমাধান বেরোবে বলেই মনে করা হচ্ছে।
গণধর্ষণের শিকার তিন বছরের শিশু, অভিযুক্তরা গ্রেপ্তার পুলিশের হাতে
ডিজিটাল ডেস্ক : নির্যাতনের চরম নিদর্শন পাওয়া গেল দিল্লিতে(Delhi)। তিন বছরের শিশুও নিস্তার পেল না লালসা চরিতার্থ করার হাত থেকে।...
Read more