ডিজিটাল ডেস্ক : ভয়ঙ্কর হত্যাকান্ড ঘটে গেল দিল্লির মেহেরৌলিতে। পুলিশি সূত্রে জানা গিয়েছে, ১৯ বছরের তরুণী বীণার সঙ্গে গত তিন বছর যাবত লিভ ইন সম্পর্কে রয়েছেন হরিশ নামে এক যুবক। গতবছর হরিশের কাজ চলে যাওয়ার পর থেকেই আর্থিক টানাপোড়েন শুরু হয়। পাল্লা দিয়ে বাড়ে বীণা ও হরিশের মধ্যে অশান্তি। সোমবার সন্ধ্যায় এই অশান্তি চরমে ওঠে এবং তখন বীণার ওপর ছুরি নিয়ে হামলা চালায় হরিশ। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বীণাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে হরিশকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ওই এলাকায়।
আরও পড়ুন : মোহালিতে হামলার পরই অমৃতসরে জারি লাল সতর্কতা