শিলিগুড়ি: শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের ভোটে বাম-কংগ্রেস জোটের জয়জয়কার। মোট ১৫টি আসনের মধ্যে ১৩টি আসনে জয়লাভ করেছে জোট। যার মধ্যে পোর্ট ফোলিও আসনে ছয়টির মধ্যে পাঁচটিতে জয়ী হয়েছে বাম-কংগ্রেস। প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন সুরেশকুমার মিত্রুকা, সেক্রেটারি পদে অলোক ধারা, সহ সম্পাদক কমলিকা সেন ও বিপ্রজিত্ দাস, লাইব্রেরিয়ান পদে বহ্নি চক্রবর্তী জয়লাভ করেছেন। অপরদিকে, তৃণমূলের হয়ে পোর্ট ফোলিও আসনে সহ সভাপতি পদে অরুণ মিশ্র জয়ী হয়েছেন। বার অ্যাসোসিয়েশনের নয়টি এগজিকিউটিভ আসনের মধ্যে আটটিতে জয়লাভ করেছে জোট। একটি আসন পেয়েছে তৃণমূল। গত শনিবার ভোট হয়। মোট ভোটার রয়েছেন ১ হাজার ৪৫৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ২৫২ জন। রবিবার ভোট গণনা শেষ হতে রাত হয়ে যায়। কি কারণে তৃণমূলের এই পরাজয় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেননা শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনে বিপুল আসনে জয়লাভ করে তৃণমূল। বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের আগে যা রাজ্যের শাসক দলকে বাড়তি অক্সিজেন দিয়েছিল। কিন্তু তা কাজে লাগাতে পারেনি বলেই মনে করছে রাজনৈতিক মহল।
শিলিগুড়ি কলেজ চত্বরে মদ্যপান! এলজিবিটির অনুষ্ঠান ঘিরে উত্তেজনা
শিলিগুড়ি: লজিবিটি কমিউনিটির অনুষ্ঠান ঘিরে গণ্ডগোল। রবিবার শিলিগুড়িতে(Siliguri) এলজিবিটি কমিউনিটির প্রাইড ওয়াকের অনুষ্ঠান ছিল। অংশ নিয়েছিল প্রায় ২০০ এলজিবিটি কমিউনিটির...
Read more