শিলিগুড়ি: কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার অংশ হিসেবে এই রাজ্যে সাগর থেকে পাহাড় যাত্রাকে সামনে রেখে ফের নিজেদের শক্তি যাচাই করে নিতে চাইছে কংগ্রেস। উত্তরবঙ্গে এই যাত্রাকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে জেলার কংগ্রেস কর্মীদের মধ্যে। তবে এই যাত্রায় শুধু কংগ্রেস নেতা-কর্মীরাই নন, বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যেই শিলিগুড়িতে(Siliguri) অনিল বিশ্বাস ভবনে এই নিয়ে কংগ্রেসের তরফে আমন্ত্রণপত্র পৌঁছে গেলেও এখনও আমন্ত্রণপত্র আসেনি জেলা তৃণমূল কংগ্রেসের বিধান ভবনে। তবে এলেও কংগ্রেসের কর্মসূচিতে তারা যে অংশ নেবে না তা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে ওই দুই দলের জেলা নেতৃত্ব। তবে শুধু রাজনৈতিক দলই নয়, ব্যক্তিগতভাবে বিমল গুরুং, অনীত থাপা, বিনয় তামাং, মন ঘিসিংদের চিঠি পাঠিয়ে ওই যাত্রায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শংকর মালাকার বলেন, ‘রাজনৈতিক দল তো বটেই, আমরা বিভিন্ন ক্লাব, গণসংযোগ, সামাজিক সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রায় ৩ হাজার সমর্থক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের লোক নিয়ে কার্সিয়াংয়ে যাব।‘
ঠিক হয়েছে, সাগর থেকে পাহাড় পর্যন্ত পদযাত্রাটি আগামী শনিবার বিধাননগর থেকে দার্জিলিং জেলা কংগ্রেস নেতৃত্বকে সঙ্গে নিয়ে ভিমবারে চা পানের বিরতি থাকবে। সেখান থেকে গোয়ালটুলি মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার হেঁটে যাওয়ার পর ফাঁসিদেওয়ায় মধ্যাহ্নভোজনের বিরতি দেওয়া হবে। ফাঁসিদেওয়ায় ছোট আকারে একটি জনসভা হবে। এরপর ২২ তারিখ বাগডোগরা পানিঘাটা মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে এসে চা পানের বিরতি হবে। সেখান থেকে মাটিগাড়ার তুম্বাজোতে মধ্যাহ্নভোজনের পর শিলিগুড়িতে রাত্রিযাপন করবেন পদযাত্রায় অংশগ্রহণকারীরা। বিভিন্ন ভবন, হোটেল সহ প্রায় ৭৫টি থাকার জায়গা ভাড়া করা হয়েছে। ২২ তারিখ রাতেই কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিনিধিরা শিলিগুড়ি পৌঁছে যাবেন। প্রথমে ঠিক হয়েছিল প্রিয়াংকা গান্ধি এই পদযাত্রায় অংশ নিতে পারেন। কিন্ত এখনও এই ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে মল্লিকার্জুন খাড়গে, অধীররঞ্জন চৌধুরী, দীপা দাশমুন্সি, প্রদীপ ভট্টাচার্য উপস্থিত থাকবেন।
শংকরবাবু বলেন, ‘২৩ তারিখ দাগাপুর থেকে রংটং পর্যন্ত ৭ কিলোমিটার হাঁটব। এরপর গিদ্দা পাহাড় থেকে ৫ কিলোমিটার হাঁটব। গড়ে প্রতিদিন ১২-১৩ কিলোমিটার পর্যন্ত হাঁটব। ওইদিন কার্সিয়াং রেলস্টেশনে একটি সভাও করা হবে।‘
এদিকে, সিপিএম কিংবা তৃণমূল কেউ কংগ্রেসের পাহাড় থেকে সাগর পর্যন্ত পদযাত্রায় সম্ভবত অংশ নিচ্ছে না। সিপিএমের দার্জিলিং জেলার সম্পাদক সমন পাঠকের বক্তব্য, ‘সোমবারই কংগ্রেসের তরফে চিঠি পেয়েছি। তবে এটা কংগ্রেসের দলগত কর্মসূচি। আমরা সেখানে অংশ নেব কিনা সেটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করব।‘ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, ‘আমরা এখনও চিঠি পাইনি। চিঠি পেলে দল যে নির্দেশ দেবে, তা আমরা পালন করব।‘
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
আরও পড়ুন : যোশীমঠের অবস্থা হতে পারে রানীগঞ্জেও, আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়